শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল সিটিজেন চার্টার চালু করা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর উদ্বোধন করেন।
এই চার্টারের মাধ্যমে শিক্ষার্থীরা কী কী সেবা পাবেন, দপ্তরগুলোর কাজ কী ও বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ভবন অবস্থিত ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের একটি সামগ্রিক ডিসপ্লে এখানে প্রদর্শন করা হবে।
এ সময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলীর সঞ্চালনায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ অন্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই ডিজিটাল চার্টারের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশনের সূচনা করছি। আমরা আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবো। এটি উপাচার্য বোর্ড নয় বরং বিশ্ববিদ্যালয় বোর্ড হিসেবে পরিচিত হবে। এই চার্টারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা এক নজরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবেন।