ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু প্রতিবন্ধী ও উপজাতিদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ২৩ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
শনিবার উপজাতি ও প্রতিবন্ধী কোটার ভর্তি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জানুয়ারি ‘এ’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ও ২৫ জানুয়ারি ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টায় ফলিত বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এদিকে, খেলোয়াড় কোটায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্তদের রোববার থেকে ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।