ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। রোববার বেলা ১২ টার দিকে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংগঠনটির ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান উল্লাহ মনি ও সাধারণ সম্পাদক অভি চৌধুরী গত ১৮ ডিসেম্বর এ কমিটির অনুমোদন দেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাত, মো. শহিদুল ইসলাম, হারাধন মোদক, নৌশিন সাইয়ারা অন্তি, নিশাথ আনজুম, মাথিয়া মিম ঐশী, সফিকুল আযম ভুইয়া, জান্নাতুল নাঈমা মুনা, শিবাজী চক্রবর্তী, সপ্রতীভ ইসলাম নিশাত, মো. আলী আরমান, সাইফুন্নাহার লাকী, আশফিকা শারমিন ও সাদিয়া আফরিন।
এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি বের করে নবগঠিত সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এরপর ভিসির সঙ্গে সাক্ষাৎ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা।