ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ২য় মেধাতালিকার সাক্ষাৎকার ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিভাগ পরিবর্তনকারীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ থাকবে না।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি যে সব ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তাদের মধ্য থেকে যারা বিভাগ পরিবর্তনের জন্য মনোনীত হয়েছে তাদেরকে আজ থেকে আগামী ৬ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অবশিষ্ট শুন্য আসনগুলো পূরণের জন্য ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৮ অক্টোবর অফিস চলাকালীন অনুষদ ভবনের ৪র্থ তলায় ‘ডি’ ইউনিটের সমন্বয়কারীর অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র দেয়া হবে।
নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ থাকবে না।
সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হলের পরিদর্শকের স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র। মাধ্যমিক-সমমান এবং উচ্চ মাধ্যমিক-সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং সদ্য তোলা আট ৮ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে।
আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।