ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতীয় সংসদ। শোক প্রস্তাবে স্পিকার বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’
আজ রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের শুরুতে এই শোক জানানো হয়। এছাড়া মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছে সংসদ।
শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেন, ‘ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে নিহত হচ্ছেন, বাংলাদেশের কোনো ধর্মীয় রাজনৈতিক দল তাদের (ইসরাইল) বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ কী? বিদেশিরা চায় এ দেশের মৌলভিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসুক। পরবর্তীতে আমাদের দেশ দখলে নিবে। আমরা যারা রাজনীতিতে সচেতন তাদের উচিত হবে আগামীতে দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসা।’
আন্তর্জাতিক মোড়ল বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যাতে রাজনীতিতে থাকতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। একই সঙ্গে রাজনীতিবিদেরা যাতে রাজনীতির নীতি মেনে চলেন সেই আহ্বানও জানাই।’