দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ঈদের আগেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একই সঙ্গে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানায় এ শিক্ষক সংগঠনটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, একমুখী, সার্বজনীন, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা চালুর মধ্য দিয়েই শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলন সম্ভব।
শিক্ষক নেতারা আরো উল্লেখ করেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত করতে হবে।
আরো জানানো হয়, বেসরকারি শিক্ষকদের সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া এনটিআরসি-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা বন্ধের জন্য পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ‘প্যানেল’ গঠন করা ও পদ শূন্য হওয়ার সঙ্গে- সঙ্গে নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে হবে।