দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : উপবৃত্তি পেতে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়িয়েছে অধিদপ্তর।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমআইএস সফটওয়্যারে নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ নতুন করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সোমবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির হার বিবেচনায় এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। জানা যায়, এ সময় আগের দেয়া তথ্যও আপডেট করা যাবে। এর আগে নির্ধারিত সময় ছিলো ৭ এপ্রিল পর্যন্ত।
অধিদপ্তর বলছে, গত ৬ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা, এইচএসসি, এসএসসি, দাখিল নবম ও দশম শ্রেণি প্রি-ভোকেশনাল শিক্ষাক্রম পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি দেয়ার জন্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং আপডেট করার নির্দেশনা দেয়া হয়।
আগের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি পরিবর্তন করে বর্তমানের দেয়া নির্দেশনা মানতে বলা হয়েছে। আঞ্চলিক কার্যালয়ের অফিস থেকে ৮ মের মধ্যে ডেটা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ডেটা এন্ট্রি শেষ করতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।