চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনের প্রধান ফটক তালাবদ্ধ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা এ কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ মোবারক হোসেন ও রেজিস্ট্রার দলিলুর রহমান অবরুদ্ধ হয়ে পড়েন। আন্দোলনরত কর্মচারীরা বলছেন, তাদের চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সন্ধ্যা পর্যন্ত কর্মচারীরা অবস্থান কর্মসূচি চালান। পরবর্তীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় আন্দোলন কর্মসূচি শুরু কবে।
এদিকে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, উপাচার্যের দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই ফটকের ভেতরে চুক্তিভিত্তিক কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আর স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন কর্মচারী সমিতির সদস্যরা বাইরে থেকে ওই তালা ভাঙার চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সাদ্দাম হোসেন সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিছু সময় পর কর্মচারী সমিতির সদস্যরা সরে যান। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে দেখা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কারোর বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।