উপাচার্যের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ - দৈনিকশিক্ষা

উপাচার্যের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ

ইবি প্রতিনিধি |

নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী অস্থায়ী কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। একইসঙ্গে কার্যালয়ের সামনে উপাচার্যকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বরপুত্র’ উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোয়াদ্দারের নেতৃত্বে উপাচার্যের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় তারা ‘শেখ হাসিনার বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’, ‘হাকিম গেছে যে পথে, সালাম যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন এবং তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভকারীরা অবস্থান করছিলেন। 

প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুটি ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ পরপর পাঁচটি আলাপনের অডিও পোস্ট করা হয়। পরে ‘আল বিদা’ নামে একটি ফেসবুক আইডি থেকে অন্য আরেকটি অডিও ফাঁস হয়। অডিওগুলোতে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়।

প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0031650066375732