এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ১৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী।
রোববার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। দ্বিতীয় দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৪৬ হাজার ৮৪৫ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪০ হাজার ২৪৬ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৫৯৯ জন।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৭০৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৪৪ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭ জন, যশোর বোর্ডের ৬৯৩ জন, সিলেট বোর্ডের ৪৫৫ জন, বরিশাল বোর্ডের ৪১৫ জন, দিনাজপুর বোর্ডের ৮৪৬ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১৪ জন। ঢাকা বোর্ডের ৩ জন, বরিশাল বোর্ডের ৩ জন, কুমিল্লা বোর্ডের ৬ জন ও যশোর বোর্ডের ২ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামী মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।