এইচএসসির মূল্যায়ন কীভাবে? এমন প্রশ্নের উত্তরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এ সর্ম্পকে আমার কোনো ধারণা নেই, কালকের অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে তারপরে চিন্তা করার সুযোগ পাইনি। এটার তো এক্সপার্ট আছে আমি আগে থেকই কিছু বলবো না, শিক্ষা বোর্ডগুলো আসল সিদ্ধান্ত নেয়ার কথা। আমি একা এই সিদ্ধান্ত নিতে পারবো না। অর্ধেক পরীক্ষা হয়ে গেছে এগুলো সব মিলে কী করবেন, সেটা এখনো আমি জানি না। আমার সরাসরি সে সিদ্ধান্ত নেয়ার কথাও না, এটা এক্সপার্ট দেখবেন।
পরীক্ষা বাতিল সেটা আবার নেয়ার দাবি উঠেছে। আবার পরীক্ষা নেয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে।