এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ হবে। নভেম্বরের শেষেই ফল করতে চায় শিক্ষা বোর্ডগুলো। ২৭, ২৮ ও ২৯ নভেম্বর-এ তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের তারিখ নির্ধারণে প্রস্তাব পাঠানো হবে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে ফল প্রকাশের দিন-তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে চায় শিক্ষা প্রশাসন। সেই বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানোর প্রস্তুতি চলছে। ২৭, ২৮ ও ২৯ নভেম্বরের যেকোনো একদিন ফল প্রকাশ করতে প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে প্রধানমন্ত্রীর যেদির ফল প্রকাশের অনুমতি দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।
জানতে চাইলে দেশের শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নভেম্বরে শেষ নাগাদ ফল প্রকাশ হতে পারে। নভেম্বরের শেষে ফল প্রকাশে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন নির্দেশনা দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষে সেগুলো পরীক্ষকরা জমা দিয়েছেন। ইতোমধ্যে নম্বর ইনপুট দেয়ার কাজও শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।
গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।