একনজরে এইচএসসি ও সমমানের ফল - দৈনিকশিক্ষা

একনজরে এইচএসসি ও সমমানের ফল

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১২ লাখ ৩ হাজারের বেশি পরীক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ।

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে 

নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। শুধু এইচএসসিতে ৮৪ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৯৫ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গতবছর শুধু এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর আলিমে ৯২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দে আলিমে ৪ হাজার ৮৭২ জন আলিম পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন। পাসের হার ছিলো ৯৫ দশমিক ৪৯ শতাংশ।  

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম-এর যুগপূর্তির ম্যাগাজিনে লেখা আহ্বান

এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৭ হাজার ১০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। গতবছর এ পরীক্ষায় ৯২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। সাধারণ শিক্ষার্থীদের তুলনায় এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি কিছুটা আলাদা। এইচএসসি বিএম-ভোকেশোনালে প্রথম ও দ্বিতীয় বর্ষে আলাদা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডের ৬২ হাজার ৪২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮৭ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৫৯ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এ বোর্ডের ১৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ওই বছর বোর্ডের ৯৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

চট্টগ্রাম বোর্ডের ১২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় এ বোর্ডের ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

দিনাজপুর বোর্ডের ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৭৯ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় এ বোর্ডের ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯২ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৯ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

ময়মনসিংহ বোর্ডের ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এ বোর্ডের ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

যশোর বোর্ডের ১৮ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এ বোর্ডের ২০ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এ বোর্ডের ৩২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এ বোর্ডের ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৩৩০ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। গতবার এ সংখ্যা ছিলো ১ হাজার ৯৩৪। এবার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্যপাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032100677490234