শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে চার দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে আধুনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইনস্টিটিউট প্রাঙ্গণ জুড়ে রঙ বেরঙের নানা আলপনা শোভা পাচ্ছে। সেই সঙ্গে ঝুলছে বাংলা নানা বর্ণমালা। অনেক দর্শনার্থী যাত্রা পথে মোহনীয় সৌন্দর্যের সঙ্গে নিজেকে ধরে রাখতে ছবিও তুলছেন।
ছবি তুলতে আসা মোছা. তানজিনা দৈনিক শিক্ষাডটকমকে জানান, যাত্রাপথে বর্ণমালা বাতাসে দুলছে, বেশ ভালো লাগছে বিষয়টি।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণ নান্দনিক সাজসজ্জার পুরো দায়িত্বও ছিলো ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের। আলপনা আঁকা, ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন পোস্টার তৈরিসহ নান্দনিক বিভিন্ন নকশার কাজে জড়িত ছিলেন শিক্ষার্থীরা।
এসব কাজে জড়িত থাকা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূরে জান্নাত মীম দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা গেলো রোববার থেকে কাজ শুরু করি। আলপনা আঁকা, বিভিন্ন পোস্টারিং, নকশা করাসহ সাজসজ্জার বিভিন্ন কাজ করেছি। প্রথমবারের মত এমন সৃষ্টিশীল কাজে নিজেকে জড়িত রাখতে পেরে বেশ ভালো লাগছে।
জানা গেছে, অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে চার দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, স্বরচিত কবিতা পাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বর্তমানে চীনা, জাপানি, ফরাসি ও ইসোল (ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাংগুয়েজেস) স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি আরবি, বাংলা (বিদেশিদের জন্য), বর্মী, ফার্সি, জার্মান, হিন্দি, জাপানি, রুশ, স্প্যানিশসহ প্রায় ১৫টি ভাষার পঠন-পাঠন হয়ে থাকে।
আধুনিক ভাষা ইনস্টিটিউটির পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বাঙালির কাছে বাংলা ভাষা সব ভাষার ঊর্ধ্বে। এমন ধারণা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েকদিন নানা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। সেদিক বিবেচনায় এনে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীরা নান্দনিক সাজসজ্জা করেছে। তাছাড়া শিক্ষার্থীরা যেন একুশের চেতনায় নিজেদের উজ্জীবিত করে তুলতে পারে সেই বার্তায় আমরা ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকেই আমাদের এ আয়োজন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।