তিনি সরকারি চাকরিতে ঢুকেছিলেন প্রভাষক হিসেবে। বর্তমানে তার মূল পদ অধ্যাপক। বেশিরভাগ পদায়ন থাকার কথা বিভিন্ন সরকারি কলেজ বা মাদরাসায়। কিন্তু তা না হয়ে তিনি শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর-অধিদপ্তর-প্রকল্প ও শিক্ষাবোর্ডে চাকরি করে চলছেন বছরের পর বছর।
ঢাকা শিক্ষাবোর্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটি বর্তমানে তার দখলে। বছরে কয়বার তিনি যুক্তরাষ্ট্র সফর করেন তা সহকর্মীদের কেউ জানতে পারেন না। শিক্ষাবোর্ড ইউনিয়ন নেতারাও অন্ধকারে।
এই অধ্যাপকের কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হবে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায়। চোখ রাখুন।