জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর এই চতুর্থ স্তম্ভের জন্য নৈতিকতা খুব জরুরি। নৈতিকতার পাঠ সর্বত্রই নেয়া উচিৎ। উন্নয়ন হচ্ছে অবকাঠামোগত এবং একই সঙ্গে আমরা অন্যান্য ক্ষেত্রেও উন্নয়নের ছোঁয়া দেখতে পাই। কিন্তু এখন বড় সংকট হচ্ছে নৈতিকতার। একই সঙ্গে সংবাদপত্র বা গণমাধ্যমের জন্য নৈতিকতা প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের মধ্যে যদি নৈতিকতা না থাকে তাহলে রাষ্ট্র নীতিগত দিক থেকে দুর্বল হয়ে পড়বে। এ কারণে সাংবাদিকতার সঙ্গে নৈতিকতা শেখাটাও অনেক জরুরি।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত গণমাধ্যম এবং সাংবাদিকতার নীতি ও নৈতিকতা শীর্ষক চারদিনব্যাপী ভার্চুয়াল কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিষয় নিয়ে কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেন, আমাদের এই কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্ত হয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষণের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও শিক্ষাকে ভাগ করে নিয়েছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর শিক্ষার্থীরাও যেন তাদের অর্জিত এই জ্ঞানকে তাদের জীবনে ধারণ করে এবং সেই পথে তাদের জীবন পরিচালনা করে।
সমাপনী অনুষ্ঠানে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন অবন্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. মো. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। চারদিনব্যপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন বিশিষ্ট সাংবাদিক ও জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।