জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ছবি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছেন রাজারবাগ দরবারের মহিলা আনজুমানের নারীরা। একইসঙ্গে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার হলসহ সব ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন তারা।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।
সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো, প্রস্তাবিত ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩’ এ এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করা, রাষ্ট্রের সব ক্ষেত্রে যেমন অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান বা পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ বা হাজিরা চালু করা এবং প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখাসহ কোনো সহযোগিতা যদি প্রয়োজন হলে পৃথক স্থানে নারীদের দিয়েই নারীর সহযোগিতার ব্যবস্থা করা।
মহিলা আনজুমানের নারীরা বলছেন, পর্দা করা যেমন তাদের অধিকার তেমনি রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা পাওয়াও তাদের অধিকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা আনজুমানের অন্যান্য সদস্যরা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।