নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এ বি এম কামাল উদ্দিন খানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ মে (শনিবার)। এনএসইউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
মরহুম এ বি এম কামাল উদ্দিন খান নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। পরে এটি নর্থ সাউথ ফাউন্ডেশনে পরিবর্তিত হয়, যা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্ট হিসেবে পরিচালিত হচ্ছে।
এ বি এম কামাল উদ্দিন খান এনএসইউর ভিত্তি এবং বিকাশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান এবং এনএসইউয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি মরহুম এ বি এম কামাল উদ্দিন খান একজন সফল শিল্পপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট জনহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন।
এ বি এম কামাল উদ্দিন খানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা ও এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।