নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাব 'এনভোফ্রেম' শীর্ষক এক যুগান্তকারী প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার এনভোলিডের পৃষ্ঠপোষকতায়, ভিজ্যুয়াল গল্প বলার প্রভাবক কাজে লাগিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে সচেতনতা এবং অ্যাডভোকেসি বাড়ানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জলবায়ু সংসদ বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ও সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কামরুন নাহার এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্র বিষয়ক কার্যালয়ের পরিচালক ড. গৌর গোবিন্দ গোস্বামী।
নাহিম রাজ্জাক পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার দায়িত্ব রয়েছে। তিনি অংশগ্রহণকারীদের কেবল সমস্যাগুলো শনাক্ত করার পরিবর্তে সমাধান খোঁজার আহ্বান জানান।
অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব প্রচেষ্টা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ইভেন্টে, অংশগ্রহণকারীরা এসডিজির জন্য সমর্থন জোরদার করার জন্য আকর্ষণীয় কথন, অভিনব সমাধান এবং ইতিবাচক প্রভাবের প্রমাণ উপস্থাপন করেন।
ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম এবং যমুনা টেলিভিশন লিমিটেডের বিশেষ প্রতিবেদক মো. মাহফুজুর রহমান মিশুসহ বিচারকদের প্যানেল এই প্রতিযোগিতার তত্ত্বাবধান করেন। টিম মিত্র প্রথম পুরষ্কার জিতেছে, তারপরে টিম প্লাস্টিড এবং টিম ইটারনাল যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।