বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সরকারের যুগ্মসচিব পদমর্যাদার এ কর্মকর্তা ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাকে এনটিআরসিএর সদস্য পদে প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুগ্মসচিব পদমর্যাদার মোট চার জন কর্মকর্তাকে প্রেষণে নতুন নিয়োগ দিয়ে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন ও নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের দায়িত্ব থাকা সরকারি প্রতিষ্ঠান এনটিআরসিএর তিনটি উইংয়ে তিনজন সদস্য থাকার কথা থাকলেও গত কয়েকমাস ধরে কর্মরত ছিলেন একজন। যুগ্মসচিব এস এম মাসুদুর রহমান এনটিআরসিএর অর্থ ও প্রশাসন শাখার সদস্য হলেও তিনি পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এবং শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সদস্যের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিয়ে গত ২৮ জুলাই শিক্ষা বিষয়ক জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।