দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে(এপিএ) তিন ধাপ পিছিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এর আগে ২০২১-২২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টি তৃতীয় অবস্থানে ছিলো। তবে ২০২২-২৩ অর্থবছরে জবি ষষ্ঠ অবস্থানে রয়েছে। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, চুক্তির আওতায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়নে ষষ্ঠ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৪ দশমিক ৫৮ নম্বর পেয়েছে। তবে গতবার ৯৩ দশমিক ৭৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। এবছর প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১০০ নম্বর, দ্বিতীয় হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭ দশমিক ৯১ নম্বর এবং তৃতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৫ দশমিক ৯৭ নম্বর।
প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশে এপিএ মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়। এতে সরকারি দপ্তরগুলো কী কী করবে, তার বিবরণ উল্লেখ থাকে। এরপর সেগুলো কতটুকু অর্জিত হলো, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।