আমাদের বার্তা প্রতিবেদক: মাদরাসা শিক্ষা বোর্ড -এর আওতাধীন ২০২৪ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষা শুরু হবে ৩০ জুন। আর ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল। গতকাল মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd)- এ ৪ এপ্রিল প্রকাশ করা হবে। এই সম্ভাব্য তালিকা থেকে ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ শেষ করতে হবে।
ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ ২৮ এপ্রিল। ফি-এর টাকা ব্যাংকে জমা দিতে হবে।
এছাড়াও জানানো হয়, সব মাদরাসা প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষার আবেদন ফরম পূরণের বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে।
আলিমের প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের ৩ ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রসঙ্গত, গত বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার সঙ্গে মিল রেখে আলিম পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়েছিলো।