দৈনিক শিক্ষা প্রতিবেদক: আগামী ৮ ও ৯ মার্চ ১৮ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হলেও তা হচ্ছে না। এসএসসির পর এবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ধাক্কায় এ পরীক্ষা পেছাচ্ছে। এক সপ্তাহ পিছিয়ে রোজার ভেতর ১৫ ও ১৬ মার্চ পরীক্ষা আয়োজনের বিষয়ে ভাবছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা। ফলে এ পরীক্ষার ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর অপেক্ষার প্রহর বাড়ছে।
আগামী ৮ ও ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিয়েছিলো এনটিআরসিএ। এ নিয়ে গত ১৫ জানুয়ারি শিক্ষা বিষয়ক জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ও গত ১৪ জানুয়ারি রাতে শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে ‘শিক্ষক নিবন্ধনের প্রিলি ৮ ও ৯ মার্চ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। তবে, এনটিআরসিএর পক্ষ থেকে বিষয়টি অনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই গত ১৮ জানুয়ারি সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আগামী ৯ মার্চ ঘোষণা করে। বহুপ্রার্থী আছেন যারা দুই পরীক্ষাতেই অংশ নিতে আবেদন করেছেন। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পেছাচ্ছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি।
জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা অনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় তারা তারিখ নির্ধারণ করেছে। এখন প্রার্থীদের কথা মাথায় রেখে আমদের পরীক্ষা কিছুটা পিছিয়ে দিতে হবে। পরীক্ষা এক সপ্তাহ মতো পেছাতে পারে।
এদিকে সব আয়োজনের পর পরীক্ষা পেছানো নিয়ে চাপা ক্ষোভ বিরজ করছে এনটিআরসিএতে। সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, অনুষ্ঠানিক ঘোষণা না হলেও গণমাধ্যমের মাধ্যমে অনেকে জেনেছিলেন ৮ ও ৯ মার্চ প্রিলি আয়োজনের বিষয়টি। পিএসসির উচিত ছিলো তারা সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সঙ্গে এ বিষয়ে একটু আলোচনা করা। কিন্তু তারা তা করলো না।
একাধিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পিছিয়ে ১৫ ও ১৬ মার্চ পরীক্ষা নেয়ার কথা ভাবছে এনটিআরসিএ। আগামী ১৫ মার্চ (শুক্রবার) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর এবং ১৬ মার্চ (শনিবার) কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চাচ্ছে সংস্থাটি। ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী ২৪ টি জেলায় এ প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তবে ১২ বা ১৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা আছে। রোজার ভেতরই প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে।
ফেব্রুয়ারির শুরুতে এ নিবন্ধনে প্রিলিমিনারি আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রশ্ন ছাপানোর সিডিউল না পাওয়ায় তা মার্চের শুরুতে নেয়ার সিদ্ধান্ত নেয় এনটিআরসিএ। ৮ ও ৯ মার্চ ছিলো এসএসসির মূল পরীক্ষাগুলোর পর ও রমজান শুরুর আগে দুই শুক্র ও শনিবার। প্রচলিতভাবে শুক্র ও শনিবার শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের রেওয়াজ অনুযায়ী এ দুই দিন পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু সেটি হচ্ছে না।
জানা গেছে, ২৪টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হয়। শিক্ষক নিবন্ধনের আবেদন করা প্রার্থীদের চূড়ান্তভাবে নিবন্ধিত হতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের এ পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে। দেশের ২৪টি জেলায় প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। প্রিলিমিনারিতে নূন্যতম ৪০ নম্বর পাওয়া প্রার্থী শিক্ষক নিবন্ধনের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান। ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এতোদিন বিষয়ের ভিত্তিতে প্রার্থীরা নিবন্ধিত হলেও এবার থেকে এমপিও নীতিমালা অনুসারে পদের ভিত্তিতে প্রার্থীদের নিবন্ধিত করা হবে।