সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ক্ষোভ ঝাড়তে কলেজের পাশের সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, রোববার ৫টার পর অতর্কিত গ্রেগরি কলেজে হামলা করে তারা। এ সময় কলেজটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়। শ্রেণিকক্ষের ভেতরেও ভাঙচুর চালানো হয়।
শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষক রুমসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় একটি শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে ১২টায়। অফিসিয়াল কাজ শেষ করে আমরা ৪টার মধ্যে সবাই চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।
প্রসঙ্গত, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নেন। এ সময় তারা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান।
এর আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসায় ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে।