কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী গণসংযোগ এবং ছাত্র ধর্মঘট পালনের পর আগামীকাল বুধবার আবারো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১০ জুলাই) রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করবেন কোটাবিরোধীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র যদি ফিরে আসে, সে ক্ষেত্রে কোটা নিয়ে আবার ঝামেলা হতে পারে। তাই, আমরা সরকার ও নির্বাহী বিভাগের কাছে সম্পূর্ণ সমাধান চাই।
আমাদের ‘বাংলা ব্লকেড’আজ থেকে সারা দেশের ৬৪ জেলায় চলবে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। সড়ক ও রেলপথ এ অবরোধের আওতায় থাকবে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেয়, সে ক্ষেত্রেই আমরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাবো।
এদিন, কেন্দীয় কোনো কর্মসুচি না থাকলেও বিচ্ছিন্নভারে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে অন্যান্য দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।