দৈনিক শিক্ষাডটকম, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের এমপিওভুক্ত সূর্যমুখী হাওলাদার বাড়ি বালিকা দাখিল মাদরাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ জন। তবে তাদের কেউ পাস করতে পারেননি।
জানা গেছে, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সূর্যমুখী হাওলাদার বাড়ি বালিকা দাখিল মাদরাসা থেকে ফরম পূরণ করেছিলো ১০ শিক্ষার্থী। সবাই পরীক্ষায় অংশ নেন কিন্তু ফলাফলে শতভাগ ফেল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদরাসার এক শিক্ষার্থী জানান, ৯ জন শিক্ষকের মধ্যে ৭ জনই ক্লাসে নিয়মিত না, তাদের অদক্ষতায় এই মাদরাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদরাসাটি এমপিওভুক্ত হলেও শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।
সরকার প্রতি মাসে এসব শিক্ষকদের কয়েক লাখ টাকা বেতন দিয়ে থাকে। এ ব্যাপারে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মরতুজা বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারা যায়নি।
এ ব্যাপারে বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেনো এতো খারাপ হলো তা খতিয়ে দেখবো।