যশোরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।
শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে এক ঘণ্টার মানববন্ধনে যশোরের ৮ উপজেলার কয়েকশ’ শিক্ষক অংগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন এমপিওভুক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায়, সেই বেতনে কোনোভাবে সংসার চালানো সম্ভব হয় না। যেকারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আগামী বাজেটে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহা প্রমূখ।