এমপিওভুক্ত শিক্ষকরা সরকারিকরণ ও ননএমপিও শিক্ষকরা সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছেন। কিন্তু নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বা সরকারিকরণে আসন্ন বাজেটে (২০২৩-২০২৪) কোনো বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।
তবে, সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনক্রিমেন্ট পেতে পারেন। সে হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষক, বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষক ও বিভিন্ন সরকারি হাইস্কুলের শিক্ষকরা সে সুবিধা পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের জন্য দেয়া ইনক্রিমেন্ট সুবিধা পাবেন কি-না তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে।
বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানান, নতুন বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ বা এমপিওভুক্তির জন্যও কোনো বরাদ্দ থাকছে না। নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনক্রিমেন্ট পেতে পারেন। চলমান মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিশেষ ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সব মিলিয়ে বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
সব ঠিক থাকলে আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট চূড়ান্ত করা হয়েছে। সভায় আগামী অর্থবছরের জন্য আয় ও ব্যয়ের পরিকল্পনা অনুমোদন করা হয়।
এদিকে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংগঠন শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠনগুলো প্রতি বছরের মতো এবারও বাজেটের আগে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানিয়ে নানা কর্মসূচি দিচ্ছে। অপরদিকে ননএমপিও শিক্ষক-কর্মচারীরা স্বীকৃতি পাওয়া সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানিয়ে নানা কর্মসূচি ঘোষণা করছে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।