এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আগামী ২৮ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
রোববার দুপুরে ঢাকা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরীক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আমরা শিগগিরিই খাতা পুনঃনিরীক্ষার কার্যক্রম শিগগিরই শুরু করছি। যারা আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। প্রতিবছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।