দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এসএসসির পঞ্চম দিনে রোববার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় ৭০ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় সারাদেশে ১২ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, রোববার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ লাখ ১৫ হাজার ৪৬২ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষের পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৫ লাখ ২ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী।
এদিন ঢাকা বোর্ডের ২০ জন, কুমিল্লা বোর্ডের ১১ জন, বরিশাল বোর্ডের ১১ জন, দিনাজপুর বোর্ডের ১২ জন, ময়মনসিংহ বোর্ডের ১৫ জন এবং যশোর বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের ১ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
এ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৬১১ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৪৬৫ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩১৪ জন, যশোর বোর্ডের ১ হাজার ৩১২ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ২০৩ জন, সিলেট বোর্ডের ৭১১ জন, বরিশাল বোর্ডের ৮৫১ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৩২৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ৭৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আগামী মঙ্গলবার সকালে এসএসসির ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।