ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে পরীক্ষার্থীদের নিতে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সরেজমিনে ফুলসুতি আব্দুল আলীম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করছেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে একশত টাকা করে আদায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী জানায়, হেডস্যার বলে দিয়েছে যে একশত টাকা না দিবে তাকে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে না। প্রবেশপত্র না দিলে আমরা পরীক্ষা দিবো কেমনে তাই একশত টাকা দিয়েছি।
আরেক পরীক্ষার্থী জানায়, ফরম পূরণেও তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল। ২ হাজার একশত ৪০ টাকা নেয়ার নিয়ম থাকলে ও সেখানে ২ হাজার ৩ শত টাকা করে আদায় করা হয়েছে।
অর্থ আদায়ের স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশান্ত সরকার বলেন, আমার অফিসের খরচ বাবদ টাকা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমিতো একশত টাকা নিয়েছি আর অন্যান্য স্কুলে তিনশত থেকে পাঁচ শত টাকা করে নিয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী দেশের বাহিরে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
তবে এক সদস্য ইনায়েত হোসেন চৌধুরী বলেন, টাকা আদায়ের ব্যাপার আমার জানা নেই। তবে টাকা নিলে প্রত্যেক শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হবে। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।