আজ রোববার (১৯ জানুয়ারি) এসএসসি পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে তথ্য নিশ্চিত করেছেন।
নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার সংশোধিত সূচিটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
এর আগে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠককালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা দেয়া হয়।
পরে রাতে জরুরি বৈঠক শেষে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, `সরস্বতী পূজার দিন অর্থাৎ ৩০ জানুয়ারি পূর্ব নির্ধারিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানো হয়েছে। যদিও ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেছি। তিনি ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।'