গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৭ জনে। চলতি বছরে ৫৯ হাজার ৮১৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৭ হাজার ৮৫৬ জন রাজধানী ঢাকায় এবং ২১ হাজার ৯৫৭ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ২৬৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৬২ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০১ জন মারা গেছেন।
২০০০ খ্রিষ্টাব্দে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১১৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৭ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯২ জন এবং ঢাকার বাইরে ৫২৫ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫৯ হাজার ৮১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫৮ হাজার ৩৩৩ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।