যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী সক্রিয় অবস্থান নিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় পুলিশের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইট বার্তায় জানায়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। সেখানে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও, লুকিয়ে পড়ো বা লড়াই করো!’
রাত পৌনে ১০টার দিকে আরেকটি টুইটে বিশ্ববিদ্যালয় জানায়, ‘ক্যাম্পাস পুলিশ ক্যাম্পাসে ‘সম্ভাব্য গুলি চালানো’ বিষয়টি তদন্ত করছে।
টুইটে শিক্ষার্থীদের দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে চলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।
গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও একাধিক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছে। পুরো ক্যাম্পাসে তল্লাশি অভিযান চলছে।
এর আগে বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় পুলিশের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে পুলিশের ওপর এ হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী একজন ট্রাফিক কর্মকর্তা জরুরি সেবার ৯১১ নম্বরে কল করলে মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এছাড়া সোমবার (২৭ মার্চ) দেশটির টেনেসি রাজ্যে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ঘটে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে।
ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, পুলিশের হাতে বন্দুকধারীও নিহত হয়েছে।