ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পক্ষে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে ওয়াসার কর্মীরা তাকসিম এ খানের ১৪টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এসময় তারা এমডির ১৪টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন। তারা বলেন, এতে ওয়াসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া ওয়াসার কর্মকর্তা বলেন, আমরা স্বেচ্ছায় প্রতিবাদ সমাবেশে এসেছি। পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। স্যার সৎ মানুষ। উনি দুর্নীতি করতে পারেন না।
এদিকে তাকসিমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের আদেশ দেন হাইকোর্ট। যাতে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেতাকসিম এ খান দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি নেই। একটি বাড়ি আছে, সেটি তার স্ত্রীর নামে। সেখানে ১৪ বাড়ি থাকার ব্যাপারে মিথ্যা প্রতিবেদন করা হয়েছে।
২০০৯ খ্রিষ্টাব্দে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনও সেই পদে রয়েছেন।