বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক রশীদ হায়দার এর আজ জন্মদিন। তিনি একাধারে একজন গবেষক যিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করেছেন।
রশীদ হায়দার ১৯৪১ খ্রিষ্টাব্দের এই দিনে ১৫ পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার।
তিনি ১৯৫৯ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬১ খ্রিষ্টাব্দে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রশীদ হায়দার ২০২০ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন।