শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নিয়োগ বিধি মোতাবেক কনেশতলা ইসলমিয়া দাখিল মাদরাসায় এমপিওভুক্ত শূন্যপদে অভিজ্ঞ ও যোগ্য একজন সুপারিনটেনডেন্ট, কামিল ( বেতন গ্রেড-৭) । স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এমপিওভুক্ত শুন্যপদে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আলিম/এইচএসসি/সমমান ১ জন (আরবি কম্পিউটার অপারেটিং-এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে) ( বেতন গ্রেড-১৬) নব সৃষ্টপদে নিরাপত্তাকর্মী ১ জন ও আয়া ১ জন জেডিসি/জেএসসি/সমমান (বেতন গ্রেড-২০)।
প্রয়োজনীয় সনদপত্র ও ছবিসহ সুপারিনটেনডেন্ট পদে ১০০০ টাকা এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তাকর্মী ও আয়া পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) রূপালী ব্যাংক লিমিটেড, (চৌয়ারা রাজার শাখার হিসাব নং-৩৮৬৩ এর অনুকূলে) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
পূর্বে আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ ১৮সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত।
যোগাযোগ:- সভাপতি, কনেশতলা ইসলমিয়া দাখিল মাদরাসায় ডাকঘর: বালুরচর, উপজেল: কুমিল্লা সদর দক্ষিণ, জেলা: কুমিল্লা।
মোবাইল:- 01917974438