দৈনিক শিক্ষাডটকম, জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ইনোভেশন প্রদর্শনী কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার ই-গভার্নেন্স অ্যান্ড ইনোভেশন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ই-গভার্নেন্স অ্যান্ড ইনোভেশন কর্মপরিকল্পনা কমিটি। কমিটিরি সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ইনোভেশন প্রদর্শনী কর্মসূচির সফলতা কামনা করেন এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
অনুষ্ঠানে মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার দপ্তরের প্রোগ্রামার মোহসিনা সুলতানা।
ইনোভেশন প্রদর্শনীতে চারটি বিভাগ, একটি হল, তিনটি দফতর থেকে মোট ১৯টি উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এসব ধারণা উপস্থাপন করেন। এর মধ্য থেকে সেরা তিনটি ধারণাকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে।