কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার অবধি বাড়ানোর ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে খুনোখুনি, সরকারি-বেসরকারি স্থাপনা ও বাড়ী-গাড়িতে অগ্নিসংযোগসহ নানা অপকর্মে লিপ্ত থাকাদের একাংশ। বুধবার (২৪ জুলাই) তাদের টেলিগ্রাম গ্রুপে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সবাইকে সব মসজিদে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের স্মরণে জায়েবানা জানাযা কর্মসূচি ঘোষণা করে।
আগের দিন মঙ্গলবার তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ডেকে চার দফা দাবি তুলে ধরে সরকারকে দ্বিতীয়বারের মতো ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। ওই চার দফার মধ্যে রয়েছে ইন্টারনেট চালু, কারফিউ প্রত্যাহার, হল খুলে দেয়া ও হয়রানি বন্ধ। এসব দাবি না মানলে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে না বলে ঘোষণা দেয়। যদিও সরকার পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার কথা এখন আর বলা হচ্ছে না।
এর আগে টানা কয়েকদিন নাশকতা, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সফল বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।