দীর্ঘ ছয় বছরেও কমিটি না দেওয়ায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা। রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে ছাত্রলীগের কমিটির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক কর্মী ইত্তেফাককে জানান, তারা দীর্ঘ ছয় বছর ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের রাজনীতি করছেন। আন্দোলন-সংগ্রামে সবসময় রাজপথে থেকেছেন। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের শাখার কমিটি দেয় না। এজন্য তারা সড়ক অবরোধ করেছেন।
ছাত্রলীগ কর্মী রিফাত মাহমুদ বলেন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের আগে কমিটি ঘোষণা করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু এখনো কমিটি ঘোষণা না করায় আমরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছি।
আন্দোলনকারীদের 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দেখা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, মিরপুর রোডসহ আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।