খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে কলেজের নথিপত্র ও ক্যাশে-মেমো। শনিবার সকাল সাড়ে ৮ টায় আগুন লাগার ঘটনা ঘটে।
কলেজের হিসাব শাখায় আগুন লাগার ঘটনায় কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, দুর্নীতি আড়াল করতে এই আগুন লাগানো হয়েছে। আগুন লাগার ঘটনায় দীঘিনালা ফায়ার সার্ভিস ও দীঘিনালা আবাসিক প্রকৌশলীকে (পিডিবি) অবগত করে ইতিবাচক সহযোগীতা চাওয়া হয়নি।
প্রত্যাক্ষদর্শী রিতা চাকমা বলেন, ‘দ্বিতীয় তলায় ক্লাস করছিলাম। তখন ধোঁয়া দেখতে পেয়ে আমার শিক্ষক সুকেন্দ্র চাকমাকে জানাই।’
কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, ‘আজ কলেজ বন্ধ ছিল। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোন করেন। আমি ঘটনাস্থলে এসে দেখি কলেজের হিসাব শাখায় যাবতীয় নথিপত্র আগুনে পুড়ে গেছে। বিরুল চাকমা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।’
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, ‘কলেজের কেউ আমাদের ফোন করেনি। একজন এসে জানালেন কলেজে আগুন লেগেছে। পরে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’
দীঘিনালা আবাসিক প্রকৌশলী উপসহকারী মো. আরিফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি আমাদের অবগত করা হয়নি। প্রশাসন থেকে আমাকে ডাকা হলে তদন্ত করে দেখেছি, এখানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ছিল না।’
দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কলেজ প্রভাষকদের নিয়ে এতে উপজেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকবেন। মাউশি থেকে অডিট চাওয়া হবে গত ৩ অর্থ বছরের। পাশাপাশি আজকের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।’