কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক অধিদপ্তরের আয়োজনে সরকারি বালক বিদ্যালয় মাঠে দুই দিনের উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলার ৬৭ প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৪ টি ইভেন্টে ২৭০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ অনেকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।