শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও মুখে টেপ লাগিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে এবার আমরণ অনশনে নেমেছেন চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ ব্যানারে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের। অনশনরত শিক্ষার্থীদের দাবি, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজু ভাস্কর্য ত্যাগ করবেন না।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৩৫ প্রত্যাশীদের কাফনের কাপড় জড়িয়ে অনশন করতে দেখা গেছে। রোমান কবির নামের এক প্রার্থী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরসহ কয়েক দফা দাবিতে আমরা আমরণ অনশন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালন করছি। যতোক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে এই আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। আগামী ২৭ অক্টোবর আমাদের কর্মসূচি রয়েছে, সেইদিন এই অনশন গণঅনশনে রূপ নেবে।
পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঠিক মতো উপস্থাপন না করাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার কাছে সেগুলো যদি ঠিকঠাক মতো উপস্থাপন করা হয়, তিনি সেগুলো বাস্তবায়নে কোনো কালক্ষেপণ করবেন না।
তিনি আরো বলেন, আজকে প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী অনশনে অংশ নিয়েছেন। গত মঙ্গলবার সেটি ২০ জনের মতো ছিলো। দিন দিন এই উপস্থিতিও বাড়ছে, আমাদের প্রত্যাশা আমাদের দাবি অচিরেই পূরণ করা হবে এবং শিক্ষার্থী সমাজকে ৩০-এর শিকল থেকে মুক্ত করা হবে।
৩৫ প্রত্যাশীদের দাবিগুলো হলো-চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।