কারাবন্দীর স্ত্রীকে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার বিনিময়ে রাত কাটানোসহ নানা কুপ্রস্তাব দেয়ার অভিযোগ ওঠার পর অবশেষে ঝালকাঠি জেলা কারাগারের সেই কারাধ্যক্ষ (জেলার) আক্তার হোসেন শেখকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে বরিশাল কারা-উপমহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
বুধবারবিকেলে ঝালকাঠির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মিলন চাকমা স্ট্যান্ড রিলিজের বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার বিনিময়ে ওই নারী দর্শনার্থীকে রাত কাটানো সহ নানা কুপ্রস্তাবের অভিযোগ এনে গত ৩১ আগস্ট কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও ঝালকাঠির জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন জেলার নলছিটি উপজেলার এক নারী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একটি মামলায় চলতি বছরের ২৯ জুলাই তার স্বামীকে জেল হাজতে পাঠায় আদালত। পরদিন কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যান ওই নারী। কিন্তু দেখা করতে না পেরে জেলার মো. আক্তার হোসেন শেখকে ফোন করে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেয়ার অনুরোধ জানান। সুযোগ নিয়ে জেলার আক্তার হোসেন ওই নারীর সঙ্গে তার ব্যক্তিগত ফোন নম্বর থেকে নিয়মিত কল দেয়া শুরু করেন। স্বামীর সঙ্গে প্রতিদিন কথা বলিয়ে দেবেন বলে আশ্বাস দিয়ে ওই নারীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন। এরপর কুপ্রস্তাব দিতে থাকেন। ওই নারীর বাড়িতে গিয়ে একসঙ্গে রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। এতে রাজি না হওয়ায় তার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এমনকি স্বামীকে জেলের ভেতরে শাস্তি দেয়া হবে বলেও ভয়ভীতি দেখান জেলার আক্তার হোসেন।