দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আজ মঙ্গলবার রমজান মাস শুরু। শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রশ্ন, আজ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে না কি বন্ধ থাকবে?
দৈনিক শিক্ষাডটকম-এর পক্ষ থেকে ঢাকার ৫০টির মতো স্কুলের প্রধানের সঙ্গে কথা বলে জানতে পেরেছে অধিকাংশই খোলা থাকবে। তাদের যু্ক্তি আদালত থেকে কোনো আদেশ তারা পাননি, তাই খোলা রাখা হবে। তবে, বিয়ামসহ কয়েকটি প্রতিষ্ঠান প্রথম রোজার দিন স্কুল বন্ধ রাখবে। পরের দিন তারা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক ও বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান মুজিবুর রহমান বাবুল বলেন, মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মঙ্গলবার স্কুল খোলা। আদালতের কোনো আদেশ আমাদের হাতে নেই।
তবে, একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী বলেছেন, আদালতের আদেশের খবর শুনেছি তাই আমার প্রতিষ্ঠান বন্ধ রাখবো।
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজও মঙ্গলবার খোলা থাকবে।
গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের সময় ১৫ দিন সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। উভয় সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক শফিউর রহমান চৌধুরী।
এরপর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ দেন আদালত। হাইকোর্টের আদেশের বিপক্ষে আজ সোমবার সকালে আপিল করে রাষ্ট্রপক্ষ। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আপাতত বহাল রাখেন। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।