দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: যাত্রী চাহিদার কথা বিবেচনা করে পবিত্র রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রোরেল এক ঘণ্টা বেশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে কাল বুধবার থেকে রাজধানীতে রাত ৯টার পরও মেট্রোরেল চলাচল করবে।
আগামীকাল মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। বর্তমানে মেট্রোরেল চলে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।
বর্তমানে পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল ছাড়া হয়।