গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। তবে, প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি শেষে এখন পর্যন্ত এক হাজার ৩০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছে এক হাজার ২০ জন এবং আসন ফাঁকা রয়েছে ১০টি।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান।
তিনি বলেন, আগামী রোববার থেকে নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এক হাজার ৩০ টি আসনের বিপরীতে এক হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মেধা তালিকা আরো দেয়া হবে কিনা সেটি গুচ্ছ কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।