দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা : কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসএসসি গণিত পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িত তিন শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু মারমা মং।
জানা গেছে, জেলার বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল (২৫ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ধরা পড়ে দুজন ছাত্র। তারা পরীক্ষার সময় দায়িত্বরত তিন শিক্ষকদের সামনেই নকল করছিলো। কক্ষ পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের হাতেনাতে ধরে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ওই কেন্দ্র সচিব অধ্যক্ষ এমদাদুল হক। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে পরবর্তী পরীক্ষা থেকে অব্যহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু মারমা মং বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।