করোনা মহামারির পর সুস্থ বিনোদন দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গম্ভীরা গান। আগামী ৬ ডিসেম্বর ছাত্র পরামর্শক এবং নির্দেশনা দপ্তরের আয়োজনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই গম্ভীরা গান। শিক্ষার্থীদের প্রাণবন্ত করতেই এই আয়োজন।
এ সম্পর্কে ছাত্র পরামর্শক ড. মোহাম্মদ হাবিবুর রহমান দৈনিক শিক্ষাকে বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত লোক সংগীত গম্ভীরা, যা হাস্য রসাত্মক ভাবে সমাজের দুর্নীতি তুলে ধরবে। আশা করি, এতে শিক্ষার্থীরা শিক্ষালাভ করবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থী সাগর আলী বলেন, অনেক দিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের অঞ্চলের গান পরিবেশিত হবে এটা আমার জন্য অনেক অনন্দের। গান শোনার জন্য অধীর আগ্রহে আছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপউপচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. আসাদুজ্জামান (ট্রেজারার কুমিল্লা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম (সভাপতি,শিক্ষক সমিতি), ড. মোহাম্মদ হাবিবুর রহমান (ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।