বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা । বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার চরটেকী এলাকায় উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নার নেতৃত্বে অর্ধশতাধিক কর্মীকে প্রান্তিক কৃষকের ক্ষেতে ধান কাটতে দেখা যায়। এসময় ছাত্রলীগ নেতা রিয়াদ, সানি, মনির, হৃদয় হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।
প্রান্তিক কৃষক সৌরভ বলেন, ছাত্রলীগের ভাইয়েরা আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবাই যদি আমাদের কথা ভাবে তাহলেই আমাদের দেশ সোনার বাংলা হবো।
ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না বলেন, শেখ হাসিনার সরকার ঐতিহাসিকভাবেই কৃষক এবং প্রান্তিক জনপদের বন্ধু। একই সঙ্গে আমরা ছাত্রলীগ সব সময় এ দেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এবং বর্তমান সময়ে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।
এর আগে ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।